টিপস


ম্যাক্রোমিডিয়া ফ্ল্যাশ এমএক্স অ্যানিমেশন বানানোর একটি কার্যকর সফটওয়্যার। স্থির লেখাকে চলমান করে তোলা যায় এই ফ্ল্যাশে। লেখার অ্যানিমেশন করার জন্য প্রথমে ফ্ল্যাশ ফাইল খুলুন। এরপর ডকুমেন্ট প্রপার্টিজ থেকে উইন্ডো/স্টেজের আকার ঠিক করে দিন। আমরা exit লেখার অ্যানিমেশন তৈরি করব। এ কাজের জন্য টুলস থেকে Text Tool থেকে স্টেজে ক্লিক করুন এবং লিখুন exit. এবার টেক্সট মেনুতে ক্লিক করে ফন্টের নাম, ফন্টের আকার, ফন্টের স্টাইল ইত্যাদি নির্ধারণ করে দিন। টাইমলাইনে ১ নম্বর ফ্রেমে সবগুলো লেখা নির্ধারিত হয়েছে। এরপর ফ্রেমগুলো ১, ৫, ১০, ১৫, ২০ হিসেবে সাজানো আছে। ফ্রেম ১০-এ ক্লিক করুন এবং F6 চাপুন। দেখুন ফ্রেম ১০ পর্যন্ত লেখাটির স্থান নির্ধারিত হয়েছে। এবার ফ্রেম ১-এ ডান ক্লিক করে Create Motion Tween-এ ক্লিক করুন এবং একইভাবে ফ্রেম ১০-এ মাউস দিয়ে টুইন করুন। ফ্রেম ১০ নির্বাচন করে exit লেখাটি ধরে টেনে ডান দিকে নিচের কোণায় নিয়ে ছেড়ে দিন। এবার Control মেনুতে ক্লিক করে Play-এ ক্লিক করলে বাম থেকে ডানে নিচের কোণার দিকে লেখাটি দ্রুত অ্যানিমেশন শুরু থাকবে।পূর্বনির্ধারিত (ডিফল্ট) ফ্রেম রেট ১২ মুছে ৫ করে দিন, দেখুন ধীরে ধীরে অ্যানিমেশন হচ্ছে। ফ্রেম রেট অ্যানিমেশনের গতিকে নিয়ন্ত্রণ করে। এরপর ফাইল মেনু থেকে পাবলিশ লেখায় ক্লিক করে লেখাটিকে পাবলিশ করতে হবে। অ্যানিমেশন দেখার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ও এন্টার চাপুন। ফাইল সেভ করুন। সেভ করা ফাইল রেখেছেন সেখানে ফ্ল্যাশের মূল ফাইলের সঙ্গে আরেকটি ফাইল দেখা যাবে। এটা ফ্ল্যাশ মুভি ফাইল নামে পরিচিত। এতে দুই ক্লিক করলে অ্যানিমেশনটি দেখা যাবে।