ওয়াই-ফাইয়ে আরও দ্রুতগতি!



দ্রুত গতিতে তথ্য স্থানান্তরের জন্য নতুন একটি ‘ওয়াই-ফাই’ প্রযুক্তিকে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ‘ওয়াই-ফাই অ্যালায়েন্স’।
সম্প্রতি এক প্রতিবেদনে সিএনএন জানিয়েছে, নতুন ওয়াই-ফাই প্রযুক্তিটিকে বলা হচ্ছে ‘৮০২.১১এসি’ বা ‘এসি’ প্রযুক্তি। এতে প্রতি সেকেন্ডে এক দশমিক তিন গিগাবিট পর্যন্ত গতি পাওয়া যায়।
‘এসি’ প্রযুক্তির এ ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহারে ট্যাবলেট বা এ জাতীয় পণ্য ব্যবহার করে হাই-ডেফিনেশন মুভি মাত্র ৪ মিনিটেই স্থানান্তর সম্ভব। এ প্রযুক্তি স্যামসাংয়ের স্মার্টফোন, সিসকো ও নেটগিয়ারের রাউটার সমর্থন করবে।
ওয়াই-ফাই অ্যালায়েন্স জানিয়েছে, এসি প্রযুক্তি দীর্ঘদিন বাজারে থাকলেও সহজলভ্য ছিল না। ওয়াই-ফাই অ্যালায়েন্সের স্বীকৃতি মেলায় এ প্রযুক্তি দ্রুত জনপ্রিয়তা পাবে। বিদ্যুত্সাশ্রয়ী এসি প্রযুক্তি আগের তুলনায় বেশি সংখ্যক স্মার্টফোন বা ট্যাবলেট একসঙ্গে নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে।